Main Menu

সিলেটে ১ জানুয়ারি থেকে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন থেকে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশুনায় বিঘ্ন ঘটছে। যার কারণে সিলেটসহ সারাদেশে নতুন বছরের প্রথম দিন আগামী পহেলা জানুয়ারি প্রধান শিক্ষকসহ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

তবে অসুস্থতা ও সন্তানসম্ভবা শিক্ষকদের উপস্থিত থাকতে হবে না। বিষয়টি আজ সোমবার (২৮ ডিসেম্বর) অধিদপ্তরের চিঠিতে বিভাগীয় উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়।

এতে আরও বলা হয়, অন্যান্য বছরের মতো ২০২১ সালের ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সংশ্নিষ্টদের ওই দিন বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *