ভারতে আক্রান্ত ছাড়াল ৩৫ লাখ

ভারতে শেষ ২৪ ঘণ্টায় ফের রেকর্ড গড়ে করোনা সংক্রমণ ছাড়াল সর্বমোট ৩৫ লাখ। এদিন আক্রান্ত হলেন ৭৮ হাজার ৭৬১ জন। যা কিনা এখন পর্যন্ত একদিনের হিসেবে সর্বাধিক। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৯৪৮ জনের।
নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ লাখ ৪২ হাজার ৭৩৪ জনে। এরমধ্যে চিকিৎসাধীন আছেন ৭ লাখ ৬৫ হাজার ৩০২ জন। সুস্থ হয়ে উঠেছেন মোট ২৭ লাখ ১৩ হাজার ৯৩৪ জন। করোনার দাপটে ভারতজুড়ে মৃত্যু হয়েছে ৬৩ হাজার ৪৯৮ জনের।
চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয় গত ডিসেম্বর। তারপর থেকে মহামারি আকারে ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।
সর্বশেষ আমেরিকা সবচেয়ে বেশি আক্রান্ত হয় এ মহামারিতে। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ভারত রয়েছে তৃতীয় স্থানে। আক্রান্তের হারে আমেরিকা ও ব্রাজিলকে ছাড়িয়েছে ভারত। এভাবে চলতে থাকলে আক্রান্তে আমেরিকা ও ব্রাজিলকে ছাড়াতে খুব বেশিদিন সময় লাগবে না।
Related News

হোয়াইট হাউসের নৈশভোজে নেতানিয়াহুকে গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের চাপ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে ইসরাইলকে চাপ দিতে সোমবার হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরRead More

ইরান-ইসরাইল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন-এরদোগান
ইরান ও ইসরাইলের মধ্যে গত চার দিন ধরে যে পাল্টা-পাল্টি হামলা চলছে, সেটি বন্ধে মধ্যস্থতাRead More