সারাবিশ্বে আমেরিকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে: কমলা হ্যারিস

ইরানের বিরুদ্ধে নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতির কারণে আমেরিকা আগের যে কোনো সময়ের চেয়ে সারাবিশ্বে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমেরিকার ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী কমলা হ্যারিস এই কথা বলেছেন।
তিনি বলেন, সরকারের ভুল নীতি দেশকে ‘একাকী আমেরিকা’ বানিয়ে ছেড়েছে। ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়ে গেছে যাতে আমরিকা বাদে একটি মাত্র দেশ সমর্থন দিয়েছে। আমি মনে করি, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আমাদের দেশকে একাকী আমেরিকায় পরিণত করেছে যা আমাদের জাতীয় স্বার্থ কিংবা মিত্রদের স্বার্থ রক্ষা করেনি।
কমলা হ্যারিস বলেন, আমি কংগ্রেসের ইন্টেলিজেন্স কমিটিতে কাজ করেছি। আমি মনে করি, আগের যেকোনো সময়ের চেয়ে এখন আমরা মিত্রদের কাছ থেকে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এই চ্যালেঞ্জ মোকাবেলাযর জন্য আমাদের সাহায্যের প্রয়োজন।
সৌজন্যে: নিরাপদ নিউজ
Related News

নির্বাচনে যেতে রাজি আর্মেনিয়ার প্রধানমন্ত্রী
আজারবাইজানের সাথে চুক্তির পরেই আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর উপর পদত্যাগ করার জন্য প্রবল চাপ আসছিল। বিরোধীরা তোRead More

মিয়ানমারের ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ওপর সেনা সমর্থকদের হামলা
মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে সামরিক বাহিনীর অভ্যুত্থানের সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এইRead More