চীনের বিজ্ঞানীরা মনে করেন ভ্যাকসিন ছাড়াই নতুন ওষুধ মহামারী থামাতে পারবে

অনলাইন ডেস্কঃ চীনের গবেষণাগারে নতুন একটি ওষুধ আবিস্কৃত হয়েছে, যা করোনা মহামারীর বিস্তার থামিয়ে দিতে পারবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া এই ভাইরাসের উৎপত্তি গত বছরের শেষের দিকে চীনে। এর চিকিৎসা ও টিকা আবিস্কারে আন্তর্জাতিক অঙ্গনে রীতিমত প্রতিযোগিতা শুরু হয়েছে।
গবেষকগণ বলেছেন, চীনের খ্যাতনামা পিকিং ইউনিভার্সিটি’র বিজ্ঞানীরা নতুন ওষুধটির পরীক্ষা চালিয়ে
দেখেছেন যে, তা কেবল আক্রান্তের আরোগ্যলাভের সময়ই কমাবে না বরং ভাইরাসের বিরুদ্ধে স্বল্পমাত্রার ইমিউনিটিও তৈরি করবে।
ইউনিভার্সিটি’র বেইজিং এডভান্সড ইনোভেশন সেন্টার ফর জিনোমিক-এর পরিচালক সানি জি এএফপিকে বলেন, ওষুধটি প্রাণীর ওপর প্রয়োগে সাফল্য ধরা দিয়েছে।
জি বলেন,‘কয়েকটি সংক্রমিত ইঁদুরের অ্যান্টিবডি নিস্ক্রিয় করায় প্রয়োগ করার পাঁচ দিন পর সেগুলোর শরীর থেকে ভাইরাস কমে আসতে দেখা গেছে।’
তিনি বলেন, ‘এর মানে যে, এই ওষুধের একটি চিকিৎসা কার্যকারিতা রয়েছে।’
Related News

আরো ১২ জিম্মি মুক্ত ॥ দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা মধ্যস্থতাকারীদের
ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আজ ছয়দিন চলছে। নতুন মেয়াদের যুদ্ধবিরতিতে ফিলিস্তিনী বন্দীদের মুক্তির বিনিময়েRead More

গাজা আলোচনায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলি গোয়েন্দা প্রধান
গাজায় পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা প্রধান দোহায়Read More