Main Menu

যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছি: রুহানি

উপসাগরে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকাণ্ড ইরান পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

স্থানীয় সময় শনিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট রুহানি এ কথা বলেন।

তিনি এও বলেছেন, সংঘর্ষে তেহরানের কোনো আগ্রহ নেই।

কাতারভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম আলজাজিরা এই সংবাদ ছেপেছে।

গত সপ্তাহে মার্কিন নৌ-বাহিনী দাবি করেছিল, উপসাগরে ইরানের কিছু সাঁজোয়া জলযান তাদের নৌবহরের সঙ্গে উস্কানিমুলক আচরণ করছে। এর পরপরই বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় তার নৌ কমান্ডারদের নির্দেশ দেন, বিরক্ত করলে তারা যেন গুলি করে ইরানি নৌবাহিনীর জাহাজগুলো ধংস করে দেয়।

বিপরীতে ইরানের পক্ষ থেকেও নিরাপত্তা ঝুঁকি তৈরি করলে মার্কিন বাহিনীকে ধ্বংস করে দেয়ার হুঙ্কার দেয়া হয়। এরপর থেকে দুদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এমন প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট বললেন, যুক্তরাষ্ট্রের উস্কানি সত্ত্বেও ইরান এই অঞ্চলে কোনো সংঘাতের উদ্যোগ নেবে না। ইরান অত্যন্ত নিবিড়ভাবে যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। তবে ইরান কখনও এই অঞ্চলে কোনো রকমের উত্তেজনা এবং সংঘাতের উদ্যোক্তা হবে না। মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘাত এবং উত্তেজনা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য টেলিফোন সংলাপে কাতারের আমিরের জোরালো ভূমিকার ওপর জোর দেন তিনি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *