সিলেট পাসপোর্ট অফিসে হজযাত্রীদের পাসপোর্টের আলাদা বুথ চালু

২০২০ সালের হজযাত্রীদের এমআরপি পাসপোর্ট দ্রুত ডেলিভারী দিতে সিলেট পাসপোর্ট অফিসে আলাদা বুথ চালু করা হয়েছে। এ বুথের মাধ্যমে হজভিসার আবেদনকারী যাত্রীদের ওয়ানস্টপ সার্ভিস প্রদান করা হবে।
সিলেট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট এস এম জাকির হোসেন জানান, হজ ভিসার পাসপোর্ট অতি দ্রুত ডেলিভারী দিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সম্প্রতি একটি নির্দেশনা এসেছে। প্রয়োজনে এ ধরণের পাসপোর্টের আবেদনকারীদের আলাদাভাবে কপি সংগ্রহ করতেও বলা হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী ১২-১৩ মার্চের মধ্যে সিলেটে আবেদিত হজ ভিসার পাসপোর্ট ডেলিভারীর প্রক্রিয়া চলছে। তিনি সিলেট পাসপোর্ট অফিসে হজের পাসপোর্টের ওয়ানস্টপ সার্ভিস আগামী ১৫ মার্চ পর্যন্ত বিদ্যমান থাকবে।
হজ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক জহিরুল কবির চৌধুরী শীরু জানান, মঙ্গলবার থেকে তারা এবারের হজে যেতে আগ্রহীদের পাসপোর্টের ডেলিভারী রিসিট ও প্রাক নিবন্ধনের কপি সংগ্রহ শুরু করেছে। হজযাত্রীদের বুধবারের মধ্যে এসব কাগজপত্র হাবের কাছে জমা দিতে বলা হয়েছে। তিনি সংগৃহীত কাগজপত্র নিয়ে তারা শিগগিরই সিলেট পাসপোর্ট অফিসে জমা দেবেন বলে জানান তিনি।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর পরিচালক খন্দকার সিপার আহ্বান জানান, পত্র-পত্রিকায় রিপোর্টিংয়ের প্রেক্ষিতে পাসপোর্ট সংকটের আপাত অবসান হবে বলে তারা মনে করছেন। প্রসঙ্গত, সারাদেশে ২০২০ সালের হজের রেজিস্ট্রেশন গত ২ মার্চ থেকে শুরু হয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে হাব সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Related News

ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবে “পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনধারা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রেনেস, ফ্রান্স – ২৮ মার্চ ২০২৫ : ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবের উদ্যোগে নিয়মিত সাপ্তাহিকRead More

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More