করোনায় আক্রান্ত আবুল মাল আবদুল মুহিত সিএমএইচে ভর্তি
বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী,আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে তাকে বিশেষ ব্যবস্হায় এ হাসপাতালে নেওয়া হয়। আবুল মাল আবদুল মুহিত এর ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। এর দুইদিন আগে আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়ে ঢাকার নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। একই সঙ্গে তাঁর বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হন। মুয়িয সুজন জানান,বর্তমানে আবুল মাল আবদুল মুহিতের শারিরীক অবস্হা স্হিতিশীল আছে। হাসপাতালে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। পরিবারে পক্ষ থেকে এ এম এ মুহিতের সুস্হতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
Related News
সমন্বয়কদের বৈঠক শেষে হাসনাত: উপদেষ্টা নিয়োগে অবশ্যই ছাত্রদের মতামত নিতে হবে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। তাইRead More
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূুসের
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য ‘শূন্যRead More