সিলেড় নগরীতে আরও ৯টি টিকা কেন্দ্র বাড়ানোর প্রস্তাব

সিলেট নগরবাসীর মধ্যে করোনার টিকা পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা কিছুটা দূর হয়েছে। এর আগে যে পরিমাণ টিকা পাওয়া গেছে এবং যে পরিমাণ টিকা আসার পথে আছে, তা প্রয়োজনের তুলনায় কম হলেও পরিস্থিতি এখন অপেক্ষাকৃত স্বস্তিদায়ক। বিশেষ করে জাপান থেকে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার পর প্রথম ডোজ নিয়ে যেসব মানুষ অপেক্ষা করেছিলেন, তারা এখন দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
অন্যদিকে টিকা দেওয়া নিয়ে শুরুতে নগরবাসীর মধ্যে যে সংশয় ও দ্বিধাদ্বন্দ্ব ছিল, তা-ও অনেকটা কেটে গেছে। এছাড়া সিটি করপোরেশন এলাকায় বর্তমানে মর্ডানার টিকা নিতেও আগ্রহ বেড়েছে মানুষের মধ্যে। প্রতিদিন টিকাকেন্দ্রগুলোয় বিপুলসংখ্যক মানুষের ভিড় প্রমাণ করে, তারা টিকা নিতে আগ্রহী। তবে সরকারের পক্ষ থেকে সিলেট নগরে এখন পর্যন্ত যে পরিমাণ টিকাকেন্দ্র রয়েছে সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম। এ সিলেটের নগরবাসীর জন্য দুইটি টিকাদান কেন্দ্রের একটি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে কয়েকদিন ধরে। নগরের অপর টিকাকেন্দ্রেটি হচ্ছে সিলেটের পুলিশ লাইনস হাসপাতাল।
এমতাবস্থায় অতিরিক্ত ভিড়ে উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। একইসাথে ভ্যাকসিন গ্রহীতার ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সহ সংশ্লিষ্টরা। এই অবস্থায় সিলেট নগরে আরও ৯টি টিকাদানকেন্দ্র বাড়ানোর প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
কর্তৃপক্ষ বলছে, নগরে মাত্র ২টি কেন্দ্রে ১০টি বুথের মাধ্যমে টিকা প্রদান করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও টিকাদান কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন টিকাদানকেন্দ্র খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রস্তাবটি বর্তমানে অধিদপ্তরের অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলে নগরীতে টিকাদানকেন্দ্র হবে ১১টি। এদিকে টিকাদানকেন্দ্র বাড়ছে, এমনটা ধরে নিয়ে সিসিক ইতোমধ্যে ৪০ জন স্বাস্থ্যকর্মীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছেন বলেও জানান এ চিকিৎসক।
প্রস্তাবিত টিকাদানকেন্দ্রগুলো হচ্ছে নগর ভবন, মাতৃমঙ্গল হাসপাতাল, ধোপাদিঘীর উত্তর পাড় বিনোদিনী নগর স্বাস্থ্যকেন্দ্র, বাগবাড়ি নগর স্বাস্থ্যকেন্দ্র, আখালিয়া বীরেশ চন্দ্র নগর স্বাস্থ্যকেন্দ্র, কাজীটুলা সূর্যের হাসি ক্লিনিক, টিলাগড় সূর্যের হাসি ক্লিনিক, শাহজালাল উপশহর স্বাস্থ্যকেন্দ্র এবং কদমতলী নগর স্বাস্থ্যকেন্দ্র।
Related News

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছেRead More