বরইকান্দি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ
সিলেট দক্ষিণ সুরমার উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে ২৩ ডিসেম্বর সোমবার সকালে সরকারী তহবিল থেকে পাওয়া শীতবস্ত্র দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করেছে।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বিহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও পরিষদের সচিব সেলিমুর রহমান সেলিমের পরিচালনায় শীতবস্ত্র বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বরইকান্দি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন, ইউপি সদস্য আশিকুর রহমান, এহসানুল হক ছানু, শরিফ আহমদ, এনাম উদ্দিন, কামাল আহমদ, লয়লু মিয়া, জাবেদ আহমদ, নুরুল ইসলাম মাছুম, মহিলা সদস্য মাহমুদা ইসলাম চৌধুরী, হুসনেয়ারা বেগম, রাজিয়া বেগম, বাহার উদ্দিন বাহার, ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের প্রধান উদ্যোক্তা বিপ্লব মালাকার, সহকারী আছমা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সরকার দরিদ্র মানুষের কষ্টের কথা চিন্তা করে
উপহার হিসেবে শীতবস্ত্র প্রদান করছে। শুধু শীতবস্ত্র নয়, যে কোন দুর্যোগ দুঃসময়ে মানবতার হাত প্রসারিত করে থাকে। তিনি বলেন সরকারের দেওয়া উপহার যত্ন সহকারে ব্যবহার করতে সকলকে আহবান জানান।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More