Main Menu

মরহুম আলহাজ্ব আলাউদ্দিন আহমদ ১৬ তম প্রাথমিক বৃত্তি প্রদান সম্পন্ন

দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নের চান্দাই ছাহেব বাড়ী ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মরহুম আলহাজ্ব আলাউদ্দিন আহমদ ১৬ তম প্রাথমিক বৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে।
২৩ ডিসেম্বর রবিবার সকালে চান্দাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম এ আজিজ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোচ্ছাদ্দেক আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক আলহাজ্ব আলী আকবর, জে. পি, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ডিমল্যান্ড পার্কের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ নাজমুল ইসলাম, নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা উপজেলা সহকারী শিক্ষা অফিসার লুতফুর রহমান, মুছলিমা বেগম, ২নং বরইকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ সিলেট তালতলা শাখার ভাইস চেয়ারম্যান সৈয়দ মোঃ নকিব হোসেন, যুক্তরাজ্য কার্ডিফ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা বদরুক হক, ডিমল্যান্ড পার্কের জেনারেল সেক্রেটারী মোঃ হাসান, চীপ একাউন্টেন্ট মোঃ ওয়ায়াদুদ।
বক্তব্য রাখেন বরইকান্দি ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম মাসুম, শিক্ষানুরাগী সমাজসেবী ফজলুল করিম হেলাল, চান্দাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী দাস। উপস্থিত ছিলেন চান্দাই সরকারী কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আবুল মনসুর, সাবেক সভাপতি আব্দুল কাদির, চান্দাই জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী কামাল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুজিব কামাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আলহাজ্ব এম এ মতিন এলাইছ, আলহাজ্ব দুদু মিয়া, মো. আফরুজ মিয়া, সাবেক ইউপি সদস্য মকরম আলী, বৃত্তি পরীক্ষার সমন্বয়ক মাওলানা জালাল উদ্দিন আহমদ, মুরব্বী মুদাব্বীর হোসেন, খায়রুল বসর কয়েছ, মো. ইসমাইল মিয়া, আব্দুল হাসিব, মোস্তাক আহমদ প্রমূখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *