সিসিকের ভিটামিন ‘এ”প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সারা দেশের ন্যায় সিলেটেও পালিত হচ্ছে ১৫দিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আজ শনিবার সকালে নগরীর ১২নং ওয়ার্ডের শেখঘাট সুখের হাসি কিনিকে শিশুদের ভিটামিন ‘এ” ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সিসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সুখের হাসি কিনিকের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ।
সিসিক জানায় নগরীতে ভিটামিন এ প্লস ক্যাম্পেইন আজ (০৫ জুন) থেকে শুরু হয়ে চলবে ১৯ জুন পর্যন্ত। ৬ মাস থেকে ৫৯ মাস বয়েসী ৬১ হাজার ৫০২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
১৫ দিন ব্যাপী ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
সিলেট নগরের স্থায়ী-অস্থায়ী সর্বমোট ২৪৭টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল।
০৬ থেকে ১১ মাস বয়সী ৬৩৯৬ শিশু ও ১২ মাস থেকে ৫৫১০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল। সিসিকের ২৭টি ওয়ার্ডে টিকা কেন্দ্রসমূহে ৫৪ জন সুপারভাইজার কাজ করবেন।
রোগমুক্ত বাংলাদেশ গড়তে ৬ মাস থেকে ৫৯ মাস বয়েসী কোন শিশু যেন ভিটামিন-এ প্লাস থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
Related News
মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী ময়লা-আবর্জনা যথাস্থানে ফেলার আহবান
সিন্টু রঞ্জন চন্দ: শরৎ ও বর্ষা মৌসুমে মশার উৎপাত থাকলেও এবার হেমন্তের মাঝা-মাঝিতেই সিলেট নগরীতেRead More
সিলেট সদর উপজেলার এইচ পি ভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন মধ্যবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিলেট সদরন উপজেলার এইচ পি ভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ২০২৪ এর ক্যাম্পেইন মধ্যবর্তী পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে।Read More