দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ২ মাদক (ইয়াবা ট্যাবলেট) কারবারী গ্রেফতার

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ২ মাদক (ইয়াবা ট্যাবলেট) কারবারী গ্রেফতার এবং মাদক উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ মে) ০১.৫০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলাস্থ জংলী শাহ জামে মসজিদ এর সামনে কাজীর বাজার ব্রীজ গামী পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারী মাদক ক্রয়-বিক্রয় করছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা,এসএমপি, সিলেট এর দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নিঃ)/মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ)/মো: হাবিবুর রহমান, এএসআই(নিঃ)/মোঃ আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় আসামী ১। সুবোধ কুমার চন্দ (৪৬) পিতা-মৃত রশিক কুমার চন্দ, মাতা-মৃত প্রভাষিণী চন্দ, সাং- বাসা নং-১০৪, পায়রা, দরগা মহল্লা, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ২। শ্রী অপু নন্দী (২৭) পিতা-শ্রী স্বপন নন্দী, সাং-বাসা নং-৩৩, শাখারি বাজার, থানা-কোতয়ালী, জেলা-ঢাকা,বর্তমানে-মিরাবাজার, উদ্দীপন লিয়া টাওয়ার, থানা-কোতয়ালী,জেলা-সিলেট, ব্যবসায়ীক ঠিকানা- গোয়ালাবাজার, সুয়েব এন্ড সামিয়া টেলিকম, থানা-ওসমানীনগর, জেলা-সিলেটদেরকে আটক করেন। আসামীদ্বয়ের দখল হতে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০২:০৫ ঘটিকার সময় এসআই(নি:)/মো: রোকনুজ্জামান চৌধুরী, পিপিএম সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৬, তারিখ-০৭/০৫/২০২১খ্রিঃ ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।
Related News

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: মোগলাবাজারের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি পরিবারকে হয়রানির অভিযোগ
দক্ষিণ সুরমার মোগলাবাজারের সতীঘর গ্রামে একটি পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদRead More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More