সিলেট নগরীতে অগ্নিদগ্ধ আব্দুল ওয়াহিদ নাজিরের মৃত্যু

সিলেট নগরীর মিরাপাড়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া যুবকের নাম আব্দুল ওয়াহিদ নাজির (৩৮)। তিনি মিরাপাড়ার মরহুম আবদুল হান্নানের প্রথম ছেলে।
মিরাপাড়া ওয়েলফেয়ার সোসাইটির ক্রীড়া সম্পাদক ও জেলা দলের ফুটবলার ইমরাজ আহমদ জানান, গত রোববার ভোরে বাসার বাথরুমে গ্যাস লিকেজ থেকে সংগঠিত বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন নাজির। আশংকাজনক অবস্থায় প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়েছে।
Related News

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More