Main Menu

শেষ হলো সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৬১০ জন ভোটার ছিলেন। দিন শেষে ১৩৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক এডভোকেট।

এদিকে, সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ ও মহানগর দায়রা জজসহ বিজ্ঞ বিচারকবৃন্দ বেলা আড়াইটায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন পরিদর্শন শেষে ভোট কেন্দ্রের উৎসবমুখর পরিবেশ দেখে আনন্দবোধ করছেন বলে মন্তব্য করেছেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ আইনজীবীদের সার্বিক সহযোগিতায় এবারের নির্বাচন আনন্দমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণ হওয়ায় দায়িত্বে নিয়োজিত নির্বাচন কমিশন আনন্দবোধ করছেন এবং সমিতির সকল বিজ্ঞ সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *