(Untitled)
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ২০১৯-২০২০ বছরে টানা ২য় বার পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নকে, শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত করা হয়েছে।
গত ১১ জুলাই শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের হল রোমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মতিউর রহমান এনডিসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট পরিবার পরিকল্পনা বিভাগীয় পরিচালক মোঃ কুতুব উদ্দিন।
এদিকে শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ। তিনি এক বিবৃতিতে বলেন, করোনার এ মহামারিতে টুকেরবাজার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেকমপ্লেক্সে মানবিক চিকিৎসা অব্যাহত থাকায় মাঠ পর্যায়ে কর্মরত পরিবার পরিকল্পনার সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে স্বাস্থ্য কার্যক্রমের এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করছি।
Related News
ইসকন দিয়ে অরাজকতা তৈরি প্রতিবেশিসুলভ আচরণ নয় : সিলেটে ব্যারিস্টার ফুয়াদ
‘আমার বাংলাদেশ পার্টি’-এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গত ১৫ বছরRead More
রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ার দরিদ্র ব্যাক্তিকে ৪০ ব্যাগ সিমেন্ট প্রদান করলো
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার— এর ২০২৪—২৫ সালের “হোম ফর হোমলেস” প্রজেক্টের অংশ হিসেবে একজনRead More