গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৯৪৯, মৃত্যু ৩৭ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ২ হাজার ৯৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শুক্রবার এই তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২ হাজার ২৭৫ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জনের।
গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা যাওয়া ৩৭ জনের মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ৮ জন।
ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন। মোট সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৪০৬ জন।
গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৩৬০ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪১ জন।
ব্রিফিংয়ের তথ্যমতে, ১৩ হাজার ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১৫ হাজার ৬৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ১৮ হাজার ২৭২টি নমুনা। দেশে ৭৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সঠিকভাবে মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন। প্রতিটি নির্দেশনা মানতে হবে।’
সৌজন্যেঃ প্রথম আলো
Related News

জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও বেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন।Read More

অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যেRead More