সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিলেট জেলা শাখার আওতাধীন জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক মেম্বার ও যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৩ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে শংকর চন্দ্র দাস-কে আহ্বায়ক এবং আব্দুর রহমান (লুদাই)-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন — খলিলুর রহমান (চারিকাটা), নজরুল ইসলাম (জৈন্তাপুর), আইনুল ইসলাম (দরবস্ত), দয়াময় বিশ্বাস (নিজপাট), মো. আব্দুল্লাহ (চিকনাগুল), কমর উদ্দিন (ফতেপুর), চপল চন্দ্র দাস (নিজপাট), হারুনুর রশিদ হারুন (ফতেপুর), আবু বকর (ফতেপুর), দুলাল আহমদ (দরবস্ত), শাহিন আহমদ (চারিকাটা) এবং তাজু মিয়া (জৈন্তাপুর)।
সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন নাসির উদ্দিন (ফতেপুর)।
সদস্য হিসেবে রয়েছেন — আতিকুর রহমান (জৈন্তাপুর), মোহাম্মদ আলী (ফতেপুর), মামুন আহমদ (নিজপাট), রুবেল আহমদ (দরবস্ত), মহসিন আলী (চারিকাটা), তাজ উদ্দিন (ফতেপুর), জিল্লত মিয়া (জৈন্তাপুর), আবু সাঈদ (চিকনাগুল), সুনীল বিশ্বাস (নিজপাট), সুকুল বিশ্বাস (চারিকাটা), মিসবাহ উদ্দিন (ফতেপুর), আবুল বাশার (দরবস্ত), তাহির আলী (ফতেপুর), মো. রিয়াজ (চিকনাগুল), সুহেল আহমদ (দরবস্ত), নোমান আহমদ (চিকনাগুল), মো. মকবুল (চিকনাগুল) এবং সামছুল হক (ফতেপুর)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলোর গঠন সম্পন্ন করতে হবে।
৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটির মাধ্যমে জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা নেতৃবৃন্দ।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক মেম্বার ও যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন,
“জৈন্তাপুর উপজেলা বিএনপির মৎস্যজীবী পরিবার এখন আরও ঐক্যবদ্ধ। তৃণমূলের মৎস্যজীবীদের অধিকার ও সংগঠনের শক্তি বৃদ্ধি করতে এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।”
Related News
বৃহত্তর সিলেটে আরেক জন সৎ সাহসী এডভোকেট শামসুজ্জান জামান নেই, মালেক মেম্বার
সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার বলেছেন, বৃহত্তর সিলেটে আরেকRead More
সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিলেট জেলা শাখার আওতাধীন জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।Read More

