শামসুদ্দিন হাসপাতালে ভর্তি বদর উদ্দিন আহমদ কামরান

করোনা আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় আজ শনিবার (৬ জুন) দুপুর ১২টায় তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরে খুব বেশি জ্বর ছিলো বলে জানা গেছে।
শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সুশান্ত কুমার মহাপাত্র জানান, এখন আমরা তাঁকে ভর্তি দিয়েছি। বাসায় যাওয়ার মতো তাঁর শারীরিক অবস্থা নেই। তাঁর শরীরে অত্যধিক জ্বর রয়েছে এবং সাথে বমিও আছে।
এর আগে গতকাল ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে তাঁর নমুনা পরীক্ষায় কামরান পজিটিভ শনাক্ত হন। এর আগে তাঁর স্ত্রী আসমা কামরানও করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন।
জানা গেছে, কয়েকদিন আগে আসমা কামরান নমুনা পরীক্ষায় করোনাক্রান্ত বলে ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হন। এরপর গত বৃহস্পতিবার বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন।
Related News

শাহ খুররম ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: একটি গাছ কাটলে ৩টি গাছ লাগাতে হবে, রেজাউল হাসান কয়েস লোদী
সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক প্যানেল মেয়র, শাহ খুররম ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিRead More

রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির ২০২৫-২৬ বর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. মির শাহ আলম
সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মিরRead More