স্পেন বার্সেলোনায় রোটারি ক্লাব ডায়াগোনালের সভায় সিলেট মহানগর রোটারি ক্লাবের সাবেক সভাপতির অংশগ্রহণ

স্পেন বার্সেলোনায় রোটারি ক্লাব ডায়াগোনালের সভায় সিলেট মহানগর রোটারি ক্লাবের সাবেক সভাপতির অংশগ্রহণ
বার্সেলোনা, ৮ সেপ্টেম্বর ২০২৫ — আন্তর্জাতিক রোটারি অঙ্গনের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত রোটারি ক্লাব ডায়াগোনালের সাপ্তাহিক নিয়মিত সভায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ রোটারি জেলা ডি-৬৫ এর সিলেট মহানগর রোটারি ক্লাবের সাবেক সভাপতি (PP) রোটারিয়ান মোহাম্মদ আব্দুল কায়ুম (RFSM)।
সভায় রোটারিয়ান আব্দুল কায়ুম তাঁর নিজ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং রোটারির মূল লক্ষ্য — আন্তর্জাতিক সৌহার্দ্য, মানবিক সেবা ও সমাজ উন্নয়ন — এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “রোটারি হলো সেতুবন্ধন, যা সীমান্ত, সংস্কৃতি ও ভাষার ভেদাভেদ ভুলিয়ে দিয়ে মানুষকে একত্রিত করে।”
অনুষ্ঠানে দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক ব্যানার বিনিময় অনুষ্ঠিত হয়। এ ব্যানার বিনিময় ছিল ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য প্রতীক, যা ভবিষ্যতে যৌথ কর্মসূচি ও আন্তর্জাতিক সেবামূলক উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলে উপস্থিত সকলে আশা প্রকাশ করেন।
সভায় বার্সেলোনার রোটারি ক্লাব ডায়াগোনালের বিভিন্ন পদাধিকারী, বিশিষ্ট রোটারিয়ান ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। আলোচনায় তাঁরা রোটারির বিভিন্ন চলমান প্রকল্প, আন্তর্জাতিক মানবিক কার্যক্রম এবং স্থানীয় সামাজিক উন্নয়ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন।
এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়। পরিশেষে একসাথে তোলা স্মৃতিচারণমূলক ফটোসেশন এ দিনের বন্ধুত্বপূর্ণ সমাবেশকে আরো বর্ণময় করে তোলে।
রোটারিয়ান আব্দুল কায়ুমের এই সফরকে উভয় ক্লাবের সদস্যরা আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ ও স্পেনের রোটারি ক্লাবগুলোর মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
Related News

শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মেম্বার আব্দুল মালেক
দেশ- বিদেশে অবস্থানরত ও সিলেট সিটি কর্পোরেশন এর ৩৯ নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বিদেরকে শারদীয় দুর্গোৎসবRead More

প্রাকৃতিক সম্পদ রক্ষা করে সিলেটে পর্যটনের প্রসার ঘটাতে হবে: খান মোহাম্মদ রেজাউন নবী
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, সিলেট প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অন্যতম একটি পর্যটন এলাকা।Read More