Main Menu

বাহোপ সিলেটের উদ্যোগে ডা. মোহাম্মদ ফরহাদের শোক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) সিলেট জেলা শাখার উপদেষ্টা ডা. মোহাম্মদ ফরহাদ এর স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই শোক সভার আয়োজন করা হয়।

শোক সভায় বক্তারা বলেন, ডা. মোহাম্মদ ফরহাদ সিলেটের একজন নিবেদিত প্রাণ চিকিৎসক ছিলেন। হোমিও গবেষক, লেখক, কবি এবং আধ্যাত্মিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। তিনি ছিলেন বন্ধুবৎসল এবং একজন সাদা মনের মানুষ। পাশাপাশি তিনি দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রাহক হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। তিনি অসহায় ও গরীব মানুষদের ভরসাস্থল হিসেবে চিকিৎসা সেবা দিয়ে গেছেন।

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা. এ এ এম শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সহ সম্পাদক ডা. দিলীপ কুমার দাসের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যাপক ডা. এম. এন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডা. মালা রানী দে, ডা. মোহাম্মদ আলা উদ্দিন, ডা. এম এ মালিক, ডা. মো. গিয়াস উদ্দিন, ডা. মো. তোফায়েল জামাল, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের মেয়ে নর্থইস্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালের প্রভাষক ডা. সুমাইয়া ফেরদৌস, পুত্রবধু হুমায়রা সামিহা।

স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন ডা. গোপিকা রঞ্জন চক্রবর্তী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডা. মো. নুরুজ্জামান। গীতা পাঠ করেন ডা. শিপলু শর্মা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. মো. আবুল হোসেন, ডা. বিপ্লব দেব, ডা. শেখর চন্দ্র বোধ, ডা. প্রকৃতি রানী দেব, ডা. মো. আব্দুর রহমান, ডা. মো. মঈন উদ্দিন, ডা. জি কিবরিয়া, ডা. জি কে দাস, ডা. অরুন উদয় ধর, ডা. মন্টু দাস, ডা. সোহেল, ডা. নজির আহমদ, ডা. সুমন, ডা. বাশার, ডা. খালেদ, ডা. হরিধন প্রমুখ। এছাড়াও সিলেটের বিভিন্ন স্থান থেকে আগত চিকিৎসকবৃন্দ, পরিবারবর্গ ও শোভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন।

শেষে বাহোপ সিলেট জেলা শাখার উপদেষ্টা ডা. মোহাম্মদ ফরহাদ এর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ডা. মো. ফয়জুল হক। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *