টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান

সিলেটে বিশ্বমানের রন্ধনশিল্পী প্রশিক্ষণ কেন্দ্র টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এ শতাধিক শিক্ষার্থীরকে সনদ প্রদান করা হয়। ১ বছর, ৬ মাস ও ৩ মাস প্রশিক্ষণ শেষে তাদের হাতে এ সনদ তুলে দেয়া হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সিলেট রিকাবিবাজারস্থ নিজ কার্যালয়ে টমি মিয়া‘স হসপিটালিটি ম্যানেজমেন্ট এর ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষিত এ শেফদের হাতে সার্টিফিকেট তুলে দেন ইন্সটিটিউটের স্বত্তাধীকারী টমি মিয়া এমবিই।
এসময় তিনি বলেন, টমি মিয়া‘স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউ এর মাধ্যমে ইতিমধ্যে কয়েক হাজার দক্ষ শেফ দেশে ও বিদেশে কাজ করছেন। বিগত ৩ বছরে আট হাজারের ও বেশি ছাত্র ছাত্রী ইংল্যান্ড এ গিয়েছেন। আগামী দিনের উন্নত বাংলাদেশের জন্য প্রয়োজন দক্ষ জনবল সেই লক্ষে আমাদের এগিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের এডমিন ম্যানেজার ও কোর্ডিনেটর আবদুল্লাহ আল মাসুম, বিজনেস ডেভলপম্যান্ট ম্যানেজার ফয়েজ আহমেদ, শেফ শিক্ষক কাওছার আহমদ, কাস্টমার রিলেশন অফিসার সুলতানা আক্তার, অফিস অ্যাসিস্ট্যান্ট শফিকুল ইসলাম রুবেল, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট জামিল আহমদ প্রমুখ।
Related News

বিএনপি নেতাকর্মীরা সাধারণ ছাত্রজনতার পরিচয়ে মিশে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, স্বৈরাচার পতনের দীর্ঘ ১৫ বছরের যে আন্দোলনRead More

টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান
সিলেটে বিশ্বমানের রন্ধনশিল্পী প্রশিক্ষণ কেন্দ্র টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এ শতাধিক শিক্ষার্থীরকে সনদ প্রদানRead More