Main Menu

সিলেটে হাওর নিয়ে করণীয় শীর্ষক সভা: হাওর উন্নয়ন মন্ত্রনালয় স্থাপন ও পিআইসি কমিটি সংস্কারের মাধ্যমে সকল প্রকার দূর্নীতি বন্ধ করতে হবে

সিলেট বিভাগ হাওর উন্নয়ন পরিষদ আয়োজিত হাওর নিয়ে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পরিষদের অস্থায়ী কার্যালয়ে বিভাগীয় কমিটির সভাপতি মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও মো. খালেদ মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান।

সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ কমিটির মহাসচিব মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ সভাপতি শ্যামল চৌধুরী, মোহাম্মদ আবু তাহের, গীতিকার আবুল হাশেম, ইউসুফ সেলু ওয়াদুদ, আব্দুল হান্নান তালুকদার প্রমূখ।

সভায় বক্তারা বলেন, প্রকৃত ভাবে হাওরের উন্নয়ন করতে চেইলে, হাওর উন্নয়ন মন্ত্রনালয় স্থাপন করতে হব। পিআইসি কমিটির সংস্কার করে সকল প্রকার দূর্নীতি বন্ধ করতে হবে। শুষ্ক মৌসুমে বেড়িবাঁধ নির্মাণ করতে এবং জলমহাল গুলোর সুরক্ষায় পোনামাছ নিধন বন্ধ করতে হবে। তানা হলে হাওরের উন্নয়ন বা হাওর বাচাঁনো যাবেনা। তারা আরোও বলেন প্রতিবছর বন্যায় আমাদের যে পরিমান ক্ষয়ক্ষতি হয় তার একমাত্র কারণ অপরিকল্পিত বেড়িবাঁধ, অবৈধ স্থাপনা গড়েওঠা, নদী খাল বিল ভরাট হওয়া। নদী খাল বিল খনন করতে হবে এবং অপরিকল্পিত বেড়িবাঁধ নাদিয়ে স্থানীয়দের মতামতের ভিত্তিতে প্রয়োজনমত বাঁধ নির্মাণ করতে হবে। তারা বলেন বৃহত্তর সিলেটের জলমহাল থেকে য়ে রাজস্ব আদায় হয় সে গুলো যদি সিলেটে হাওরের উন্নয়ন কাজে লাগানো যায় তাহলে সিলেটবাসীর আন্দোলন করা লাগতোনা। এ দাবী গুলো দ্রুত বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে প্রদকেকপ নিতে হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *