স্মারকলিপি প্রদানে পুলিশের বাধা, ধর্ষণবিরোধী আন্দোলনকারীদের লাঠিচার্জ

দেশব্যাপী ধর্ষণ ও নারী-শিশুদের উপর নিপীড়নের প্রতিবাদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্লাটফরমের সদস্যদের পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে। এতে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য থেকে ধর্ষণের বিচারসহ নয় দফা দাবিতে গণপদযাত্রা নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এলে এ ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা জানান, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি নিয়ে যাওয়ার পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এলে তাদেরকে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের দু’দফা লাঠিপেটা করলে একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় উভয়পক্ষের কয়েকজন আহত হন। পরে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
এবিষয়ে সাইফুল আলম নামে একজন বিক্ষোভকারী বলেন, আমরা স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ আমাদের উপর চড়াও হয়। পরে আমাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্লাটফরমের সদস্যদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা তা না করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেন। যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা-সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি থাকায় তাদের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থামানো হয় এবং বলা হয় একটি ছোট প্রতিনিধি দল নিয়ে স্মারকলিপি দিতে। এসময় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং একজন পুলিশ সদস্যের ওপর চড়াও হয়। এর প্রেক্ষিতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করতে বাধ্য হয়।
Related News

৩ জুলাই : কোটাবিরোধী বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীRead More

অপতথ্য মোকাবিলায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান, প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূস
অপতথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখার ক্ষেত্রে সহায়তা প্রদানRead More