ইফতার মাহফিলে এসএমপি কমিশনার রেজাউল করিম, দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসিম

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম বলেছেন, স্বাস্থ্য সেবাকে জনমুখী, সহজলভ্য ও সার্বজনীন করতে আল-আমিন এসোসিয়েটস পিএলসি প্রতিষ্ঠান সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ, জেনারেল হাসপাতাল ও আল-আমিন নার্সি কলেজ অসাধারণ ভূমিকা রেখে যাচ্ছে। চিকিৎসা পেশা একটি মানবিক ও মহত পেশা। এই পেশার মাধ্যমে নিয়োজিত হয়ে চিকিৎসকরা সমাজের স্বাস্থ্য সেবার উন্নয়ন করে যাচ্ছেন। তাছাড়া তরুণদের কাছে জনপ্রিয় কারণ এই পেশার মাধ্যমে মানুষের সেবা করা যায়। বাংলাদেশের স্বাস্থ্য সেবায় যুগ যুগ ধরে চিকিৎসকরা অবদান রেখে যাচ্ছেন।
তিনি গতকাল নগরীর উপশহরস্থ আল-আমিন এসোসিয়েটস পিএলসি’র উদ্যোগে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের হল রুমে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. নাজমুল ইসলাম। শুরুতে কোম্পানীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আল-আমিন এসোসিয়েটস পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। দোয়া পরিচালনা করেন আল-আমিন এসোসিয়েটস পিএলসি’র চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ ওয়াহিদ।
আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল আমিন, কলেজের পরিচালক (অর্থ) ডা. সোলেমান আহমদ, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ডা. সুলেমান হোসেন, কলেজের একাডেমিক কো অর্ডিনেটর মানজুদা আক্তার জাকারিয়া নিপা, ডা. শুয়েব আহমদ, ডা. আব্দুল মোমিন, সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, চন্দন দাস, রফিকুল ইসলাম রফিক, এম এ কাইয়ুম, আব্দুল রহিম, মঞ্জুরুল আহমদ, ডা. মোয়ামিন, ডা. শফিকুর রহমান তালুকদার প্রমুখ।-বিজ্ঞপ্তি
ছবি ক্যাপশন
আল-আমিন এসোসিয়েটস পিএলসি’র উদ্যোগে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের হল রুমে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম।
« হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া (Previous News)
Related News

অনেক কষ্টে দিন কাটাচ্ছেন জুলাই বিপ্লবে আহত সৈনিক হাবিবুর রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আনোলন যখন এক দফা আন্দোলনে পরিণত হয়। তখন দেশের শিক্ষা প্রতিষ্ঠান আর রাজপথেRead More
কষ্টে দিন কাটাচ্ছেন জুলাই বিপ্লবের সৈনিক আহত হাবিবুর রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আনোলন যখন এক দফা আন্দোলনে পরিণত হয়। তখন দেশের শিক্ষা প্রতিষ্ঠান আর রাজপথেRead More