মেহদীর দাগ শুকায়নি সালেহের বাস চাপায় প্রাণ গেলো সাথে আপনজন রুবেলের
বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৩ জন।
শুক্রবার (৭ মার্চ) রাত ১০টায় জালালাবাদ থানার সিলেট সুনামগঞ্জ রোডের বলাউরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জালালাবাদ থানাধীন সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নে ৭নং ওয়ার্ডের খসরপুর গ্রামের আব্দুল বারির ছেলে সালেক আহমদ (২০)। অপরজন একই গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮)। জানা যায় সালেক আহমদ গত ২৬ ফেব্রুয়ারি সবেমাত্র বিয়ে করেছেন। এই দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে। এলাকাবাসী খুবই শোকাহত।
জানা যায়, রাত ১০ টার দিকে বলাউরায় মামুন পরিবাহনের যাত্রবাহী একটি বাসের (ঢাকা মেট্রো ন ১২-১৯৫১) সাথে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি অটোরিকশার ড্রাইভার সালেহ আহমদ, রুবেল আহমদ আরো ৩ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সালেহ ও রুবেলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বাকি ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।
তাৎক্ষনিক ৭ নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
বিষয় সম্পর্কে আরোও বিস্তারিত জানতে চাইলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়।
এদিকে নিহত সালেহ ও রুবেলের পোস্টমর্টেম দুপুরে সম্পন্ন করে লাশ বাড়িতে আনা হয়েছে। বাদ আছর জানাজা ও দাফন সম্পন্ন হবে।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More

