বিশিষ্টজনদের সম্মানে সদর উপজেলা জামায়াতের ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী দূনিয়া ও আখেরাতের কল্যাণ চায়। জামায়াতে ইসলামী একটি দ্বীনি সংগঠন, কল্যাণকামি সংগঠন। এই সংগঠন মানুষের কল্যাণেই কাজ করে চলছে। জামায়াতে ইসলামী এদেশের সবচেয়ে মজলুম একটি দল। আমরা দূনিয়া ও আখেরাতের কল্যাণ প্রত্যাশি। আর যারা আখেরাতের কল্যাণকামি তাদেরকে সে আলোকেই জীবন গড়তে হবে। তিনি বলেন, আমাদের রাষ্ট্রিয় ক্ষমতায় যারা বিগত ১৭ বছর ছিলেন, বিদায়ের পর তাদের দূর্নীতির ফিরিস্তি বেরিয়ে আসছে। তাদের লুটপাট আর দূর্ণীতির ফলে ব্যাংক খালি টাকা নেই। তারা যে টাকা পয়সা লুট করেছে এই টাকা গুলো কার? এগুলো সর্বস্তরের মানুষের। দুনিয়ার জীবন শেষ নয়। মরার পর অনন্ত জীবন শুরু। তখন এই সম্পদের হিসাব দিতে হবে।
মুহাম্মদ ফখরুল ইসলাম আরোও বলেন, জমিন আল্লাহর, বিধান চলবে তার। আল্লাহর বিধানে সবকিছু পরিচালিত হলে এই দূনিয়ায় শান্তি আসবে এতে কোন সন্দেহ নেই। আসুন আমরা আল্লাহর দ্বীন বিজয়ী কিরতে সকলে মিলে প্রচেষ্টা চালাই।
শনিবার (৮ মার্চ) সদর উপজেলার বিশিষ্টজনদের সম্মানে উপজেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আল ইমরানের পরিচালনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, বিশ্বনাথ সরকারি আলিয়া মাদ্রাসার (অব.) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা তজমুল আলী, সদর বিএনপির সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ, নায়েবে আমীর এডভোকেট মুমিনুজ্জামান, নায়েবে আমীর ও সাবেক মেম্বার আব্দুল লতিফ লালা, সহকারি সেক্রেটারি আমিনুর রহমান, সহকারি সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. জৈন উদ্দিন, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, লাকেশ্বর মাদ্রসার সহ সুপার মাওলানা আব্দুর রকিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সামাদ।
Related News

জালালাবাদ রোটারি ক্লাবের বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রতি বছরের ন্যায় এবারও মঙ্গলবার (১লা জুলাই) থেকে রোটারী ক্লাব অব জালালাবাদ-এর বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিরRead More

স্কুল শিক্ষিকা রাখি দেবের ভাগ্যে টয়োটা কার, করিম উল্লাহ মার্কেট ঈদ উৎসব র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ সম্পন্ন
সিলেটের বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেট ঈদ উৎসব র্যাফেল ড্র’ ২০২৫ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।Read More