Main Menu

আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসে’র (আসিয়ান) সদস্য হওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন করার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ হাশিমের সাথে সৌজন্য সাক্ষাতকালে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

আসিয়ান ও সার্কের মধ্যে বাংলাদেশ সেতু হিসেবে কাজ করতে পারে বলেও জানান ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার এই বার্তা মালয়েশিয়া সরকারের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন হাইকমিশনার হাশিম।

উল্লেখ্য যে, মালয়েশিয়া আসিয়ানের পরবর্তী ‘চেয়ার’ তথা নেতা হতে যাচ্ছে।

মালয়েশিয়া ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করবে বলেও জানান ঢাকায় নিযুক্ত হাইকমিশনার।

হাজনাহ হাশিম বলে, আমরা আপনাকে বিশ্বাস করি। আপনাকে শুভ কামনা জানাই।

সূত্র : বিবিসি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *