আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসে’র (আসিয়ান) সদস্য হওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন করার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ হাশিমের সাথে সৌজন্য সাক্ষাতকালে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
আসিয়ান ও সার্কের মধ্যে বাংলাদেশ সেতু হিসেবে কাজ করতে পারে বলেও জানান ড. ইউনূস।
প্রধান উপদেষ্টার এই বার্তা মালয়েশিয়া সরকারের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন হাইকমিশনার হাশিম।
উল্লেখ্য যে, মালয়েশিয়া আসিয়ানের পরবর্তী ‘চেয়ার’ তথা নেতা হতে যাচ্ছে।
মালয়েশিয়া ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করবে বলেও জানান ঢাকায় নিযুক্ত হাইকমিশনার।
হাজনাহ হাশিম বলে, আমরা আপনাকে বিশ্বাস করি। আপনাকে শুভ কামনা জানাই।
সূত্র : বিবিসি
Related News
বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং ঢাকার সাথে বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরো জোরদার করবেRead More
বন্ধুত্বের আহ্বান জামায়াতের, যা বলল ভারত
ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক চায় বলে যে ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান, তাRead More