করিম উল্লাহ মার্কেটের ঈদ উৎসব র্যাফেল ড্র অনুষ্ঠিত
সিলেটের বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের ঈদ উৎসব র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুর ২টায় করিম উল্লাহ মার্কেটের ঈদ উৎসব র্যাফেল ড্র-২০২৪ এর ফলাফল ঘোষণা করেন প্রধান অতিথি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ।
প্রধান অতিথির তিনি বলেন, ব্যবসার সততা ও দক্ষতাকে কাজে লাগিয়ে করিম উল্লাহ মার্কেটের সুনাম ধরে রাখতে হবে। সততার সাথে ব্যবসা পরিচালনা করলে ব্যবসায় লাভবান হওয়া যায়। ক্রেতাদের আকৃষ্ট করতে র্যাফেল ড্র একটি মাধ্যম হিসেবে কাজ করবে। এর ফলে ব্যবসায়ীরা লাভবান হওয়ার পাশাপাশি ক্রেতারা উৎসাহী হবেন।
করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল অদুদ পাভেল এর সভাপতিত্বে ও কার্যকরী সদস্য ও ঈদ উৎসব র্যাফেল ড্র পরিচালনা কমিটির সদস্য সচিব মকসুদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাছুম, কমির উল্লাহ মার্কেটের সত্ত্বাধিকারী ছানাউল্লাহ ফাহিমদ, কুদরত উল্লাহ ফায়ের ও আতাউল্লাহ সাকের, করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি কাওছার আহমদ ও আব্দুল কাইয়ূম, বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন খাঁন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি ও ঈদ উৎস র্যাফেল ড্র’র আহবায়ক জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী মিশু, প্রচার সম্পাদক মো. মুরাদুজ্জামান চৌধুরী, প্রচার সম্পাদক মো. আব্দুস সালাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জায়েদ আহমদ, ক্রীড়া সম্পাদক মো. তালহা খান, করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবস্থাপক মো. জামাল মিয়া প্রমূখ।
র্যাফেল ড্র’র বিজয়ী ১ম পুরস্কার (কুপন নং ১৭৪৮৫৩) ১টি Apache RTR 160 4v মোটর সাইকেল, ২য় পুরস্কার (কুপন নং ৪৯৫৭) Yabea RUIBIN 100cc Slectnc Scooter ১ টি মোটর সাইকেল, ৩য় পুরস্কার (কুপন নং ১৭৪৫৯৯) ১টি TVS Metro 100cc মোটর সাইকেল,
৪র্থ পুরস্কার ১টি কম্পিউটার ( কুপন নং- ৪৫১৮২, ৫ম পুরস্কার একটি স্পেশাল বাইসাইকেল (কুপন নং ১৪৯২২১) বিজয়ী অন্যান্য কুপন যথাক্রমে ১২৩১৯২, ১৩১১২৭, ১৮১০৪০, ১৬৪৫৪৮, ৩৫৩০১, ৮৬০৪০, ৮৮৯২, ৪৪৮২৭, ৮৪১৬৭, ১৫১০৭৭, ১৩৯৮১৪, ১৭২৩৩৬, ৪৩৪২০, ৫২৭২, ১৫০৪৭৫, ৬৩৪০, ১৩৭৫৩০, ৩৭৩৯৮, ৪৭২৯৭, ৯৩১১০, ১৩৪৪৬২, ৮১১১৩, ৮১১৩৯, ১০৪১০১, ১৬৮৭৮৯, ১৯০৭৭৮, ৮৩০৬, ১৭১৪৮৯, ১৩৪১৭৬, ৮৬৭৮৫, ৩৮৪৬৫, ৭৫৬৭৭, ১৫০৬৫, ১৪৪৯৯৪, ২৬০৩৪, , ১৩০৬৯৩, ১১৭৬৯৬, ১০১৯৮, ১৩৯৮৬০, ৭৭৭২১, ৯৪৭১৬, ৩১৬৩৭, ৭৯১৯১, ১২৯৮২২, ৬৫৬১৬।
উল্লেখ্য, করিম উল্লাহ মার্কেটের নোটিশ বোর্ডে ড্র বিজয়ীদের কুপন নাম্বার টানানো আছে। বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।
Related News
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীদের বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে, ড. মোহাম্মদ শহিদুল হক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফেকাল্টি অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডীন ড. মোহাম্মদRead More
কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য দেশব্যপী আরো বিপ্লব ঘটাতে হবে, ড. কাজী মজিবুর রহমান
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান বলেছেন, কন্দালRead More