মানবতার কল্যাণে কাজ করাই রোটারির মূল লক্ষ্য, ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান
রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান বলেছেন, মানবতার কল্যাণে কাজ করাই রোটারির মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে যে সকল প্রজেক্ট গ্রহণ করা হয় তা যেন, সঠিক ভাবে বাস্তবায়ন হয় সে দিকে সকালের দৃষ্টি রাখতে হবে। এবার রোটারি বর্ষে প্রায় ২ শ পারিবার কে ঘর দেওয়া হবে। শুধু তাই নয় রোটারি ক্লাব গ্রামাঞ্চলের মানুষের উন্নয়নে নানা মূখী প্রদক্ষেপ গ্রহণ করেছে ইনশাআল্লাহ সবাই সহযোগীতা ও দোয়া করলে সফল ভাবে সে সকল পরিকল্পনা সম্পন্ন হবে।
বুধবার (২০ সেপ্টেম্বর) নগরের একটি অভিজাত হোটেলে ডিস্ট্রিক্ট গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার’র প্রেসিডেন্ট রোটারিয়ান মকসুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান সালেহ আহমদ এর পরিচালনায় ক্লাব ভিজিট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এরিয়া এডভাইজার পি পি হানিফ মোহাম্মদ, এরিয়া ডিরেক্টর পি পি এ কে এম শামসুল হক দীপু,জোনাল কোর্ডিনেটর (সুরমা জোন) পিপি কাউছার হোসেন শাহিন, পিয়াইন জোনের জোনাল কোর্ডিনেটর পি পি আমিরুল ইসলাম, জোনাল সেক্রেটারি পিপি হাসান কবির চৌধুরী, এসিস্টেন্ট গভর্নর পিপি সাদ উদ্দিন, এডিশনাল জোনাল সেক্রেটারি আইপিপি মওদুদ আহমদ, ডেপুটি গভর্নর সিপি মোহাম্মদ আব্দুস সালাম, ডিস্ট্রিক্ট ডেপুটি সেক্রেটারি পিপি মাহবুব ইকবাল মুন্না।
উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব জালালাবাদ এর প্রেসিডেন্ট আক্তার বাছিত, রোটারি ক্লাব অব ক্বীনব্রিজের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম, হিলটাউন প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, সিলেট গ্রীন প্রেসিডেন্ট শান্তি রানী সিনহা, গ্রিনসিটি প্রেসিডেন্ট আলমগীর হোসেন, সিলেট সিটি প্রেসিডেন্ট এস এ শফি।
এর আগে দক্ষিণ সুরমার দক্ষিণ বলদীর জান্নাতুল মাওয়া ইসলামিক একাডেমি ও পল্লী মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাবের একটি প্রজেক্ট বাস্তবায়ন অনুষ্ঠানে যোগদান করেন। রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়রের উদ্যোগে মাদরাসায় তিনটি ফ্যান,পানির ফিল্টার ও শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, খাতা কলমসহ শিক্ষা উপকরন এবং পল্লী মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ও শিক্ষা উপকরন বিতরণ করেন। এসময় গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, রোটারী ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দসহ পাইওনিয়র ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব মধ্যে প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. নূরুল ইসলাম রুপন, ক্লাব ট্রেজারার রোটারিয়ান আজাদ উদ্দিন, ক্লাব সার্জেন্ট এ এস এম আরিফ হোসাইন, ডিরেক্টর —শেখ জাবেদ আহমদ, মুহাম্মদ মুরাদুজ্জামান চৌধুরী, দিন ইসলাম রানা, ক্লাব মেম্বার রোটারিয়ান হ মো. অলিউর রহমান, মোশাররফ হোসেন চৌধুরী মিশু, দিলওয়ার হোসেন, নুরুল ইসলাম জুয়েল, কবির আহমদ, শিহাব উদ্দিন প্রমুখ।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More