বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) সিলেট সদর উপজেলা কমিটি গঠন
বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) সিলেট সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুরে কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আব্দুল মছব্বির এর সভাপতিত্বে ও আতাউর রহমান শামীম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইসস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবুল কাশেম চৌধুরী।
অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক সাবাজ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান সারো, জেলা কমিটির আহবায়ক মো. মবশ্বির আলী, সদস্য সচিব শিহাব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপজেলা কমিটি সর্বসম্মতি ক্রমে গঠন করা হয়। এতে আব্দুল মছব্বিরকে সভাপতি ও আতাউর রহমান শামীমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি ইউসুফ আলী ও শরীফ আলী, সহ সাধারণ সম্পাদক আলকাছ আলী ও সমুজ আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কাওছার আহমদ, অর্থ সম্পাদক কুদ্দুস আহমদ সুমন, দপ্তর সম্পাদক হৃদেশ মুদি, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন লিটু, সমাজকল্যাণ সম্পাদক খুশতেরা বেগম, মহিলা সম্পাদক দিপালী গোয়ালা। নির্বাহী সদস্য জুবের আহমদ, মুহিবুর রহমান ফজল, রোকেয়া বেগম, আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদ আলী, জামাল আহমদ, মইনুল ইসলাম, বাদশা মিয়া, আলমগীর হোসেন।
সবশেষে কোম্পানিগঞ্জ উপজেলার ইউপি সদস্য মুহিবুর রহমান এর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
Related News

গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল
সিলেটের বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদেRead More

শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী মিল্লাত চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ডের অন্তর্গত টুকের বাজার এলাকার শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত Read More