জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভা আজ
সিলেট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে ১ নভেম্বর মঙ্গলবার জাতীয় যুব দিবস ২০২২ উদযাপন উপলক্ষে সিলেট জেলা পর্যায়ে ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক যুব র্যালি, আলোচনা সভা, যুব মেলা, যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে সকাল ১০টায় র্যালি বের হবে। র্যালি শেষে বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, এসএমপি সিলেটের পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোঃ আলাউদ্দিন।
Related News
সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

