সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর পূজা মন্ডপ পরিদর্শণ

করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পালনের আহবান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার (৩ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় সিলেট রামকৃষ্ণ মিশনে শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শণ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালনের জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।
সিলেট একটি আধ্যাত্মিক নগরী। পূন্যভূমি সিলেটের শতবছরের ধর্মীয় সস্প্রীতির ইতিহাস রয়েছে। সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আহবানও করেন সিসিক মেয়র।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এবিএম উজ্জ্বল, সিলেট রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সিসিকের এসেসর চন্দন দাশ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
পরে নগরের মিরাবাজারের বলরাম আখড়া সহ কয়েকটি মন্ডপ পরিদর্শণ করে সিসিক মেয়র। পি সভায় বক্তারা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর দ্রুত আরোগ্য কামনা করেন।
Related News

সিলেটে দুই দিনব্যাপী জলবায়ু মেলার উদ্বোধন
সিলেটে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনের সাথে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কৌশল ও পদক্ষেপ সম্পর্কে সচেতনতাRead More

সিলেটের সড়কে ঝরলো শিক্ষিকার প্রাণ, গুরুতর আহত বিজিবি সদস্য ভাই
সিলেটের জকিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা। এ ঘটনায় গুরুতর আহতRead More