করোনায় সিলেটে আক্রান্তের সংখ্যা ৩শ ছাড়ালো, মৃত্যু ৬ জনের, সুস্থ হয়েছেন ৩৫

সিলেট বিভাগে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৫ এপ্রিল। ২৩ দিনের মাথায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ জনে দাঁড়ায়। আর ২৫ দিনের মাথায় এ সংখ্যা ঠেকে ২২৫। এর ১২ দিন পর মোট আক্রান্তের সংখ্যা ৩০১-এ দাঁড়িয়েছে। মোট আক্রান্তদের মধ্যে সিলেটে ৮৮ জন, সুনামগঞ্জে ৬৩ জন, হবিগঞ্জে ১০২ জন এবং মৌলভীবাজারে ৪৮ জন আক্রান্ত রোগী রয়েছেন। একই সময় পর্যন্ত বিভাগে ৩৫ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১১, সুনামগঞ্জে ১৩ ও হবিগঞ্জে ১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১২০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ১ জন এবং হবিগঞ্জে ৫৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১০৫৯১ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৯০৭০ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৫২১ জন। এর মধ্যে সিলেটে ৩০৬, সুনামগঞ্জে ৬২৯, হবিগঞ্জে ২২১ ও মৌলভীবাজারে ৩৬৫ জন।
অপরদিকে, এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ২৩২ জন। এর মধ্যে সিলেটে ৭৬, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১২৯ ও মৌলভীবাজারে ১২ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিসাধিন।
Related News

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ছাগল বিতরণ কর্মসূচি সম্পন্ন
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের মানবিক উদ্যোগ ছাগল বিতরণ ২য় কর্মসূচি সম্পন্ন হয়েছে। মঙ্গলবারRead More