Main Menu

কবি সাধনা চক্রবর্তীর ছড়া-কবিতার বই ‘ধিতাং ধিতাং বোলে’র প্রকাশনা অনুষ্ঠিত

ভাস্কর প্রকাশন আয়োজিত কবি সাধনা চক্রবর্তী রচিত ছড়া-কবিতার বই ‘ধিতাং ধিতাং বোলে’র প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, কবি ছড়াকাররা দেশ সমাজ মন-মননে রেখে ছন্দের মাধ্যমে তাদের লেখনীতে তুলে আনেন চারপাশের বাস্তবতাকে। সাধনা চক্রবর্তী তার ‘ধিতাং ধিতাং বোলে’ ছড়াগ্রন্থেও আমাদের দেশজ নানা অনুষঙ্গঁ তুলে ধরেছেন সহজ সরল ভাষায়। তিনি প্রবাসে থেকেও দেশমাতৃকার কথা, নিজ জন্মভূমির কথা ভুলে থাকতে পারেননি। কবিতার মাধ্যমে সেগুলোকে আমাদের সামনে উপস্থাপন করেছেন দক্ষতার সাথে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে আয়োজিত এ প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছোটোকাগজ ভাস্কর এর সম্পাদক কবি পুলিন রায়। মূখ্য আলোচকের বক্তব্য রাখেন গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ, কবি অধ্যাপক প্রশান্ত কুমার সাহা। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলকাতা পশ্চিমবঙ্গের বিশিষ্ট রম্যলেখক পিনাকী রঞ্জন বিশ্বাস, জাতীয় কবিতা পরিষদ সিলেট এর সভাপতি কবি এ কে শেরাম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলার সভাপতি কবি এনায়েত হাসান মানিক, ছোটোকাগজ ঘাস এর সম্পাদক কবি নাজমুল হক নাজু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মো. আলাউদ্দিন তালুকদার।

গীতি কবি হরিপদ চন্দ এর সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকার নীরেশ চন্দ্র দাস, জ্যোতি মোহন বিশ্বাস, শিক্ষিকা নাছিমা চৌধুরী, বিনতা দেবী, অমিতা বর্ধন, সঞ্চিতা মজুমদার মিঠু, বিপ্লব নন্দী, বিমল কর, শ্রাবনী দাস বিথি, সন্তোষ কুমার পাল, কামাল আহমদ, বাবুল আহমদ, হিমাংশু দাস, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রবাসী লেখিকা সাধনা চক্রবর্তীর ছড়া ও কবিতার বই ‘ধিতাং ধিতাং বোলে’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *