সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় বাসচালকের মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে বাস কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে।
এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে হাসড়কের নূরপুর মা ফিলিং স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ আরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী আব্দুল্লাহ পরিবহন একটি বাস যার নং- (ঢাকা মেট্রো-ব ১৫-৩১২২) এর সাথে সিলেট থেকে ঢাকাগামী একটি লরি কাভার্ডভ্যান যার নং (চট্র মেট্রো-ঢ ৮১-০৩৩০) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস চালকের মৃত্যু হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর পর প্রায় ঘন্টাখানেক মহাসড়কের যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে তা স্বাভাবিক করে দেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও দুর্ঘটনাকবলিব গাড়ি দুটি জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।
Related News
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: চৌকিদেখিতে প্রবাসীর বাড়ির দেয়ালের সাথে জোর করে ঘর নির্মাণের অভিযোগ
নগরীতে বিল্ডিং কোড অমান্য করে ঘর নির্মাণ এবং তা অপসারণে প্রশাসনের ব্যবস্থা না নেওয়ার অভিযোগেRead More
মহান বিজয় দিবস উপলক্ষে জনাব মকসুদ আহমদের শুভেচ্ছা
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মকসুদRead More

