মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের যৌথ সভা সম্পন্ন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সিলেট নগরীর মাছিমপুরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সহকারি কমান্ডার সদর, বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অবঃ) রফিক উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কুটি মিয়া, মুক্তিযোদ্ধা নেতা বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোঃ আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নির্মলেন্দু পাল।
সভাপতির বক্তব্যে শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বপ্নদষ্ট্রা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়। স্বাধীনতা আমাদের শ্রেষ্ট অর্জন। বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার দক্ষ ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি ও সুনাম অর্জন করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জামায়াত-বিএনপিরা ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে অবৈধ পন্থায় ক্ষমতাচ্যুত করতে চায়, আমরা মুক্তিযোদ্ধারা জামায়াত বিএনপিদের হুশিয়ার করে দিতে চাই যে, স্বাধীনতা সংগ্রামের পর অস্ত্র জমা দিলেও এখনও ট্রেনিং জমা দেইনি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে মুক্তিযোদ্ধারা কাজ করবেন। আমি সমগ্র বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^সী সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারকে বিজয় নিশ্চিত সকলের প্রতি আহবান জানাই।
সভায় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা তশিদ আলী, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকমল আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ তছির মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বুরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মকবুল আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল মিয়া, বীর মুক্তিযোদ্ধা মুকুন্দ বর্মন, বীর মুক্তিযোদ্ধা অসর চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা রজনী কান্ত দাস, বীর মুক্তিযোদ্ধা রাজেশ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মখলিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইন্তাজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আতিক আহমদ চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার আহবায়ক মনোজ কাপালী মিন্টু, যুগ্ম আহবায়ক মোঃ জাকারিয়া চৌধুরী জাকি, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, যুব কমান্ড সদস্য এজাজ আহমদ, সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভ প্রমুখ।
Related News

জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশেরRead More

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই এয়ারপোর্টস্থRead More