গরু বিক্রির টাকা পরিবহনে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিতে ব্যাপারীদের পরামর্শ দিয়েছেন, আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গরু বিক্রির টাকা নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেয়ার জন্য ব্যাপারীদের পরামর্শ দিয়েছেন।
তিনি আজ (৯ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। পরে কমলাপুর বালুর মাঠে গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ পরামর্শ দেন তিনি।
আইজিপি বলেন, গরুর হাটের শৃঙ্খলা সম্পর্কে ব্যাপারী, ক্রেতা ও ইজাদার সকলের সাথে কথা বলেছি। হাসিল নিয়েও জিজ্ঞেস করেছি, সার্বিক ব্যবস্থাপনা নিয়েও কথা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
করোনার হালকা বিস্তার থাকায় পশুর হাটের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও গরু ব্যাপারীদের খাওয়া-দাওয়া সম্পর্কেও খোঁজ-খবর নেন আইজিপি।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(Next News) সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ঈদুল আযহার জামাতের সময়সূচি »
Related News

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More

অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার ওপরRead More