Main Menu

রিও টিনটো।। সৌন্দর্য দেখে মুগ্ধ হলেও গলা শুকিয়ে যাবে নদীর ভয়ঙ্কর রূপের কথা শুনলে

পৃথিবীতে জালের মতো ছড়িয়ে আছে হাজার হাজার নদী। এর মধ্যে কিছু নদী নয়নাভিরাম, দেখলে চোখ জুড়িয়ে যায়। তবে সৌন্দর্য দেখে মুগ্ধ হলেও গলা শুকিয়ে যাবে নদীর ভয়ঙ্কর রূপের কথা শুনলে।

স্পেনে এমনই এক ভয়ঙ্কর নদী আছে যেখানে আপনি ডুব দিলে ভেসে ওঠবে আপনার কঙ্কাল। নদীটির নাম রিও টিনটো। স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এ নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে। এ নদীটি মাইন খননের সময় উৎপন্ন হয়েছে।

এ নদীর পানি অত্যন্ত আম্লিক (এসিডিক) (পিএইচ-১.৭-২.৫) এবং ভারী ধাতু সমৃদ্ধ। নদীর পানিতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন।

জানা গেছে, প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। এই মাইনটির ব্যাপ্তি এতোটাই ব্যাপক যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে।

এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতোটাই দৃষ্টি নন্দিত যে দেখলে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছেন। তবে যতই সুন্দর হোক, এটাকে স্পর্শ করা যায় না। এ নদীর পানি স্পর্শ করলেই বিপদ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *