বাংলাদেশের নগর স্বাস্থ্য উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের নগর স্বাস্থ্য উন্নয়নে কাজ করতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি)। এ ব্যাপারে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্বারক সই করার উদ্যোগ নেওয়ার কথা জানান রাষ্ট্রদূত পিটার ডি হাস। পরে যৌথভাবে নগর ও গ্রামীণ স্বাস্থ্য উন্নয়নে কাজ করা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (৩১ মে) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ও সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত। এছাড়া, কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট স্বাস্থ্যগত ও আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও প্রশংসা করেন।
পিটার হাস বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বন্ধুপ্রতীম দেশ। অর্থনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। দ্বিপক্ষীয় ও অভ্যন্তরীণ সমসাময়িক সমস্যা সমাধানে উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলে অঙ্গীকার করেন রাষ্ট্রদূত হাস।
Related News

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান প্রফেসর হালুকRead More

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নRead More