বন্যার্তদের মধ্যে ‘বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম’র ত্রাণ বিতরণ

বন্যার্তদের মধ্যে ‘বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম’র ত্রাণ বিতরণ বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের উদ্যেগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
২৮ মে শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সোনাপুর ও বাত্তিরটুক, ইসলামপুর গ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মদন মোহন কলেজ সিলেটের সহকারী অধ্যক্ষ লেঃ মোঃ মনিরুল ইসলাম।
বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম এর সভাপতি শাহ মুজিবুল হক, সিনিয়র সহ সভাপতি শামীম আহমদ, অর্থ ও দপ্তর সম্পাদক আ ন ম মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, বি ওয়াই সি এফ সিলেট জেলা শাখার আহবায়ক সারওয়ার আলম মিথুন, সাবেক ক্যাডেট এনায়েত হোসেন, মোঃ হারুনুর রশীদ, মোঃ এহিয়া, কামরুল ইসলাম, আমজাদ হোসেন রাসেদ, ফুয়াদ আহমদ, নাইম হাসান রাজা। উপস্থিত ছিলেন বর্তমান ক্যাডেট সিইউও আহসান, নাবিল, মামুন, শাহিদ, শুভ শিহাব, শাকিল, রাহি, ইমন, তুহিন প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পিয়াজ ইত্যাদি বিতরণ করেন প্রধান অতিথি অধ্যক্ষ লেঃ মোঃ মনিরুল ইসলাম সহ ইয়ুথ ক্যাডেট ফোরামের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থ মানবতার কল্যাণে সরকারের পাশাপাশি বন্যার্তদের মধ্যে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম এর ত্রাণ বিতরণ করা একটি মহৎ উদ্যোগ। যারা নিঃস্বার্থে মানুষের সেবা ও কল্যাণে কাজ করে তারাই প্রকৃত দেশপ্রেমিক। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ খুবই কষ্টের মধ্যে দিনযাপন করছেন, তাদের এই দুঃসময়ে সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। বক্তারা বি ওয়াই সি এফ মত বানভাসি মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More