বিটিএল এর আহবায়ক কমিটির সাথে কর আইনজীবী সমিতির মতবিনিময়
আসন্ন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার এসোসিয়েশন (বিটিএল) এর কাউন্সিল ও নির্বাচন ২০২২-২৫ উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টায় মেন্দিবাগস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার হলরুমে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায় এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন বিটিএল এর আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও ঢাকা ট্যাক্স বারের সাবেক সভাপতি এডভোকেট মো. সোহরাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিটিএল এর সদস্য সচিব ও ঢাকা ট্যাক্স বারের সাবেক সভাপতি এডভোকেট মো. খুরশিদ আলম, ঢাকা ট্যাক্স বারের সাবেক সভাপতি এডভোকেট এ কে এম আজিজুর রহামন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুফি মো. আল মোমিন, খুলনা ট্যাক্স বারের সাবেক সভাপতি এডভোকেট খান মো. মনিরুজ্জামান। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী আ.স.ম মুবিনুল হক শাহীন। গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মিন্টু চন্দ্র রায় অনুপব্রত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিটিএল এর আহবায়ক কমিটির সদস্য এডভোকেট সিদ্দিকুর রহমান মিয়া, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সুলেমান হোসেন খান, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট আবুল ফজল, মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন, বিটিএল এর সাবেক ডেপুটি সেক্রটারি জেনারেল বদরুল হোসেন, মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল করিম ময়ুন, সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, হবিগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বিভৎসুঃ চক্রবর্তী, সাধারণ সম্পাদক শেখ আনিছুজ্জামান প্রমুখ।
বক্তারা বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার এসোসিয়েশন (বিটিএল) এর সকল সদস্যদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ নেতৃত্ব নির্বাচনের লক্ষে আসন্ন কাউন্সিল ও নির্বাচন সফলে সকলের সহযোগিতা কামনা করেন।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More