আমি কাউন্সিলর সাহেব হতে চাই না, জনগণের সেবক হতে চাই: গিয়াস উদ্দিন
সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়ে তিনি ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান বলে জানিয়েছেন।
আগামী নির্বাচনে সকলের দোয়া ও মতামতের ভিত্তিতে সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক এবং একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান তিনি।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন প্রত্যয় ব্যক্ত করেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন।
তিনি আরও জানান- সিলেট সিটি কর্পোরেশনের সদ্য নতুন সংযুক্ত ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন করে যাবেন।
তিনি বলেন- আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। এই এলাকার প্রতিটি মানুষকে আমি আমার নিজের পরিবারের সদস্য হিসেবে মনে করি। সুখ-দুঃখে তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এই ওয়ার্ডকে আমি পরিকল্পিতভাবে সাজাতে চাই। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে সব কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই। আমি কাউন্সিলর সাহেব হতে চাই না, জনগণের সেবক হতে চাই। এ জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
গিয়াস উদ্দিন সদ্য বিলুপ্ত সিলেট সদর উপজেলার ৬ নং টুকের বাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য ছিলেন।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More