সিলেট জেলা আইনজীবী সমিতির প্রবীণ ৩ জন কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা ও চেক হস্তান্তর
সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নং হলের লাইব্রেরী কক্ষে সমিতির ৩ জন কর্মচারীকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও চেক প্রদান করা হয়েছে।
বুধবার বেলা ২টায় বিদায়ী সংবর্ধনা ও চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব মোঃ সামছুল হক এডভোকেট এবং আরো উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি-১ মোঃ এখলাছুর রহমান এডভোকেট, সহ-সভাপতি-২ হাদিয়া চৌধুরী মুন্নি এডভোকেট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এডভোকেট, যুগ্ম সম্পাদক-১ বিজিত লাল তালুকদার এডভোকেট, যুগ্ম সম্পাদক-২ শাবানা ইসলাম এডাভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল মিয়া এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মুহাম্মদ হুছাইনুর রহমান (লায়েছ) এডভোকেট, লাইব্রেরী সম্পাদক এফ. এইচ. এম সাজেদুল ইসলাম (সজীব) এডভোকেট, সহ সম্পাদক আরিফ আহমদ এডভোকেট, সহ সম্পাদক গোলজার হোসেন খোকন এডভোকেট, সহ সম্পাদক মোঃ সাদিদুর রহমান (রিপন) এডভোকেট, কার্যনির্বাহী সদস্য কল্যান চৌধুরী এডভোকেট ও এমদাদুল হক এডভোকেট। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লা শহিদুল ইসলাম এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ এডভোকেট ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এডভোকেট এবং সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ শহিদুজ্জামান চৌধুরী এডভোকেট প্রমুখ ।
Related News
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কমিটির অনুমোদন
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরবের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)Read More
সুন্নী জোটের সমাবেশ: শাহপরান (রহ)’র মাজারে হামলার বিচার,স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ, ভূমিদস্যুদের দখল থেকে সিলেটের পর্যটন এলাকা সুরক্ষা প্রদান এবং পর্যটন খাতে জাতীয় বরাদ্দ নিশ্চিত করাসহ ১৩ দফা দাবি পেশ
সিলেট—ঢাকা ছয় লেন সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা, ভূমিদস্যুদের দখল থেকে সিলেটের পর্যটন এলাকা সুরক্ষাRead More

