সিলেট-ঢাকা মহাসড়কে ত্রিমূখি ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪

সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
শুক্রবার (১১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়েতে পারে বলে জানান তিনি।
মইনুল ইসলাম জানান, কুমিল্লা থেকে সিলেটগামী যমুনা পরিবহণের একটি বাসের সাথে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহণের একটি বাসও দূর্ঘটনাকবলিত যমুনা পরিবহণের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন অসংখ্য যাত্রী।
আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট উসমানি মেডিকেল কলেজে পাঠানো হয়। এর মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা আরও দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে, হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখা যায় আহতদের আর্থনাদ। অনেকেরই পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। কারও কারও পা কিংবা হাত একেবারে ভেঙে গেছে।
Related News

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬Read More

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে মঙ্গলবার (১১Read More