সিলেট জেলা পরিষদের ‘শতকের শিকড়ে সুবর্ণ স্বাধীনতা-২০২২’র লোগো উন্মোচন
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পরিষদের উদ্যোগে ‘শতকের শিকড়ে সুবর্ণ স্বাধীনতা-২০২২’ এর লোগোর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর লোগো উন্মোচন করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জয়নাল আবদীন, সদস্য শামীম আহমদ, মতিউর রহমান, মোহাম্মদ শাহানুর, সাজনা সুলতানা হক চৌধুরীসহ সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ।
উল্লেখ্য, সিলেট জেলা পরিষদের উদ্যোগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ১৫, ১৬ ও ১৭ মার্চ নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের সম্মূখভাগ (আউটার স্টেডিয়াম) ও কবি নজরুল অডিটরিয়ামে ৩ দিনব্যাপী ‘শতকের শিকড়ে সুবর্ণ স্বাধীনতা-২০২২’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More