গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ‘ডিভাইন ফেব্রিক্স লিমিটেড’ নামে তৈরি পোষাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিভিন্ন ফায়ার স্টেশনের ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কালিয়াকৈর দমকল বাহিনীর ওয়ার হাউজ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ডিভাইন ফেব্রিক্স লিমিটেড নামের কারখানার একটি সেকশনে শুক্রবার কিছু শ্রমিক কাজ করলেও বেশিরভাগ সেকশনই ছুটি ছিলো। এসব শ্রমিকরা দুপুরে লাঞ্চের পর আবার কাজে যোগ দেন। হঠাৎ ৪টার দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা।
তিনি আরও জানান, মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো কারখানায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকরা ছোটাছুটি করে কারখানা থেকে বের হয়ে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, খবর পেয়ে গাজীপুরের কালিয়াকৈর, সাভারের ডিইপিজেড, কাশিমপুর মিনি ফায়ার স্টেশন ও জয়দেবপুর ফায়ার স্টেশনের ৮ ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৬টা ৪৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। রাত সাড়ে ৭টার দিকেও ড্যাম্পিংয়ের কাজ চলছিল।
তিনি আরও বলেন, আগুনে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা সম্ভব হবে।
Related News
সমন্বয়কদের বৈঠক শেষে হাসনাত: উপদেষ্টা নিয়োগে অবশ্যই ছাত্রদের মতামত নিতে হবে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। তাইRead More
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূুসের
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য ‘শূন্যRead More