ইসলাম একটি শান্তি এবং কল্যাণের ধর্ম, মাওলানা ক্বারী মতিউর রহমান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী মতিউর রহমান বলেছেন, সত্যিকারের মোমেন হতে হলে আল্লাহর অনুগত হয়ে রাসুল (স:) এর দেখানো পথে চলতে হবে। ইসলামের বিধিবিধান সঠিক ভাবে মেনে চললে আমাদের মাঝে মোমেন এর গুণাবলী তৈরি হবে। ইসলাম একটি শান্তি এবং কল্যাণের ধর্ম।এ ধর্মের সঠিক অনুসারী হলে দুনিয়া ও আখেরাতে মুক্তি সম্ভব।
শুক্রবার (৭ জানুয়ারি) সিলেটের টুকেরবাজার শাহী ঈদগাহ মাঠে পীরপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাহফিলে পৃথক ভাবে সভাপতিত্বে করেন বিশিষ্ট মুরব্বী হাজী জালাল উদ্দিন, জামেয়া শাহ খুররম মুখলিছিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম রাব্বানী ও জামেয়া ইসলামিয়া হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম হাফিজ আশিকুর রহমান।
মাহফিলে প্রধান বক্তার বয়ান পেশ করেন হযরত মাওলানা মুফতি আফতাবুজ্জামান মুশতাফি ঢাকা।
আমন্ত্রিত অতিথির বয়ান পেশ করেন হযরত মাওলানা শামছুল ইসলাম বি-বাড়িয়া, হযরত মাওলানা মুফতি আরিফুজ্জামান রাহমানি বাহুবলি, হায়দরপুর শাহি জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী আব্দুল হাই আল আজাদ, হাজি নানু মিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আবুজর ইব্রাহিম।
হাফিজ ইব্রাহীম আলী ও হাফিজ শাকির আহমদ বাহারের যৌথ উপস্থাপনায় উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বী মাষ্টার আব্দুল হক, হাবিবুর রহমান লিয়াকত, মোতওয়াল্লি নেওয়াজ উদ্দীন, মকবুল হোসেন, মেম্বার এনামুল হোসেন এনাম, জয়নাল আবেদীন, নুরুল হক, মাস্টার আব্দুল হান্নান, মাষ্টার ফারুক আহমদ, মাষ্টার আব্দুল করিম, গ্রামের যুককদের মধ্যে উপস্থিত ছিলেন শফিক আহমদ, আব্দুল্লাহ আল রিপন, আখতার হোসেন, আজমল হুসেন, মোস্তাক আহমদ, আব্দুল আহাদ, ফজল আহমদ রানা, আবু তালেব, মো: আব্দুল্লাহ, শাহেদ আহমদ, জয়নুদ্দীন, রুহুল আমিন, জুম্মান আহমদ, মো: কেরামত, জগলু, গাউসুল আলম শিপু, মো : সানি, সবুজ আহমেদ, হুসেন আহমেদ, অপু,আরিফ, ফারদিন, নাঈম, নাহিদ, রাজু, নুহিদ প্রমুখ।
মাহফিলে ৯জন হাফিজদেরকে ক্রেস্ট দিয়ে সম্মান প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি
Related News

নান্দনিকতার ছোঁয়ায় দৃষ্টিনন্দন হাজিবাড়ি জামে মসজিদ
আসন্ন ঈদে বেড়াতে যাওয়ার জন্য অনেকে আগে থেকেই পরিকল্পনা করছেন। কিন্তু দূরত্ব আর সময়ের চিন্তায়Read More

বায়তুল মুকাররম মসজিদে নতুন খতিব নিয়োগ
দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেককে (হাফি.) বায়তুল মুকাররম জাতীয়Read More