মধ্যরাতে আবারো লঞ্চে আগুন

চাঁদপুরের মেঘনা নদীতে আবারো লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে বরিশালগামী ‘এমভি সুরভী-৯’ লঞ্চে এ ঘটনা ঘটে।
তবে লঞ্চের স্টাফরা আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে নৌ-ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। লঞ্চটি এ মুহূর্তে মোহনপুরেই অবস্থান করছে।
নৌ-ফায়ার সার্ভিসের ধারণা লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়।
এ ব্যাপারে চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোঃ কায়ছারুল ইসলাম বলেন, লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে লঞ্চটি মোহনপুরে রয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। কিছুক্ষণের মধ্যেই লঞ্চ চাঁদপুর লঞ্চ টার্মিনাল হয়ে বরিশালের উদ্দেশে রওনা হবে। নিরাপত্তার স্বার্থে বিআইডব্লিউটিএর একটি টিম লঞ্চে তাদের সঙ্গে বরিশাল যাবে। এছাড়া কোস্টগার্ডের একটি টিম চাঁদপুর সীমানা পর্যন্ত লঞ্চটিকে এগিয়ে দিয়ে আসবে।
এর আগে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন লেগে ৪৩ জনের মৃত্যু হয়।
Related News

অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যেRead More

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্তRead More