প্রেমের ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ, পুলিশ পরিদর্শকের স্ত্রী গ্রেফতার

প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রংপুর জেলা পুলিশে কর্মরত একজন পুলিশ পরিদর্শকের স্ত্রীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধায় রংপুর মহানগরীর বিকন মোড়ের একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ফাতেমা খাতুন তানিশা রংপুর জেলা পুলিশ হাসপাতালের দায়িত্বরত পরিদর্শক হাবিবুর রহমানের স্ত্রী। তারা নগরীর বিকন মোড়ের ছয়তলা ওই ভবনের তৃতীয় তলায় ভাড়ায় থাকতেন। রংপুর এক্সপ্রেসের ম্যানেজার আশরাফুল ইসলামের করা মামলায় তাকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। তানিশার বাড়ি বগুড়ার সোনাতলা ও হাবিবুর বাড়ি কুড়িগ্রামে।
মামলায় অভিযোগপত্রে বলা হয়, প্রেমের ফাঁদে ফেলে তানিশা আশরাফুলের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিশা এই চক্রের বেশ কিছু হোতা ও সদস্যদের তথ্য দিয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযান অব্যাহত আছে।
সোমবার দুপুরে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়ের নিজ বাড়িতে থেকে একই ধরনের প্রতারণার অভিযোগে শাহারুখ করিম অনিক (৩৪) ও স্ত্রী আসমানী আক্তার (৩০) নামের এক দম্পতিকে গ্রেফতার করে র্যাব-১৩। এ সময় তাদের একটি টর্চার রুম থেকে দুটি চাপাতি, ইলেকট্রিক শর্টের তার, মাদক সেবনের সরঞ্জামাদি, হাতুড়ি, ছুরি, স্ট্যাম্প, ভিডিও ধারনের দুইটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছিল।
Related News

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্তRead More

সেন্টমার্টিন দ্বীপের পর্যটন নির্ভর জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে সরকার : পরিবেশ উপদেষ্টা
সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সীমিত করার ফলে স্থানীয় জনগণের জীবিকার যাতে কোনো ক্ষতি না হয়, সেইRead More